জ্যোতিষশাস্ত্র এবং হস্তরেখা বিচার!
শুরুতেই আমি কোনরূপ সমালোচনার না করে সোজা একটি প্রশ্ন করতে চাই "আমি জ্যোতিষী এবং হাতও দেখেও ভবিষ্যত বলতে পারি" সুতরাং "আপনি আপনি কি আপনার ভবিষ্যত জানতে চান?" সিংহভাগ মানুষই হয়তো তার ভবিষ্যত জানতে আমাকে দারস্থ হবেন!
কারন
(১) আমরা সবসময়ই আমাদের ভবিষ্যত জানতে আগ্রহী এমন সাবকনশিয়াস কৌতূহলী চিত্ততা আমাদের ব্রেইনের মাঝে গেঁথে আছে!
(২) এখন এই যে ভবিষ্যত বলে দিবো তাতে (ক) যদি ফ্রি অর্থাৎ বিনামূল্যে করে দিই তাহলে আমার প্রতি জাগ্রত হওয়া যে মহানুভবতায় মাহাত্ম্য তা আপনার ওপর ইফেক্টিভ হবে এবং (খ) যদি টাকাও নিই তাতে আপনি যে অর্থ খরচ করলেন সেটার ভ্যালু [এত্তোগুলো টাকা খরচ করে তারপর জেনেছি এটা আমার ভবিষ্যত] সেটার এক ইমপ্যাক্ট আপনার লাইফে পড়বে।
ফ্যাক্ট
ভবিষ্যত অবশ্যই বলে দেওয়া পসিবল - তবে এই বলে দেওয়া ভবিষ্যত এর বাণীর ভ্যালিডেশান হয় কোন স্পেসিফিক টাইমে কতোটুকু স্পেসিফিক তথ্য কতোটা স্বীকয়তায় বিদ্যমান? [সময় বলতে একদম স্পেসিফিক হতে হবে অর্থাৎ অমুক সময়ের তমুক ক্ষণে যা হবে তা একদম স্বচ্ছ কোনরূপ আকার বিকার ছাড়াই স্বচ্ছভাবে বলতে হবে]; এখানেও শেষ নয় বরং (ক) আপনি আপনার বর্তমান বিচার তথা সূক্ষ এনালাইসিস করে খুব তাড়াতাড়ি অর্থাৎ আগামী ৫ মিনিটে কি হতে চলবে তা বলতে খুব বেগ পেতে হবে না (খ) দূরবর্তী ভবিষ্যতে যদি আপনার জীবনের নানান বৈশিষ্ট্য ও প্রভাব বিবেচনা করে একটি কমন [প্রায় কমন] ধারনা দিই তবে সেটিই মিলে যাওয়ার সম্ভবনা আছে বৈকি! হস্তবিচার:- কয়েকদিন হাত দেখা বা হস্তবিচার নিয়ে হালকা পড়াশোনা করেছি [কোথাও কোর্স করিনি বরং নিরেট কিছু তথ্য সম্পর্কে জেনেছি] সেথায় হাতের রেখার চেয়ে আকার, আয়তন ও প্রকৃতি নিয়েই জানতে পারি বেশ কিছু মজার ফ্যাক্ট; আপনার হাত যদি নরম তুলতুলে না হয় তাহলে এটা বলা কঠিন নয় যে আপনি ভারী কাজ করেন - এই ভারী কাজ করায় আপনার বৈশিষ্ট্য যে ভাবমূর্তি প্রকাশ পায় তাতে ভবিষ্যত আন্দাজ করা কঠিন নয় অন্যদিকে তুলতুলে হাতে আপনার বৈশিষ্ট্য বোঝা কঠিন নয়; অনন্যতর আপনার হাত দেখার আগেও মুখাবয়ব, অবস্থা ও অবস্থান, কর্মবিধি, পরিচয় ও পরিচিত ইত্যাদি মুখ্য ভূমিকা পালন করে। একটা উদাহরণ দিই হুমম? একটি মেয়ের হাতে নখ দেখে আপনি যে কুৎসিত ভাবনায় লিপ্ত হউন ওমন আরকি [সরি এটা উদাহরণস্বরূপ বলার জন্য] - আবার শখ করে নখ রাখার বৈশিষ্ট্যে যে মেয়ে তার ভেতর সামান্য লুতুপুতর ভাব থাকতে পারে কিংবা এটলিস্ট শৈখিন তা ধারনা করা পরিসংখ্যানভাবে খুব ভুল হয়তো না! [আরও নানা ফ্যাক্ট আছে তবে লেখার কলেবর এবং প্রাসঙ্গিকতা বিচারে সেসব উহ্য রাখছি]।
জ্যোতিষশাস্ত্র
সবার আগে একটা ভুল ভাঙ্গা দরকার "জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞান এক নয়" এরচেয়েও নিগূঢ় আরেক সত্য বলি "জ্যোতিষশাস্ত্র এই জ্যোতির্বিজ্ঞান এর লজিকগুলো নিজেদরে মিথ্যাতে মিশিয়ে সত্যায়ন করতে প্রয়াসী" সেটা অনেকটাই সুপ্তভাবে "৯৯ টা মিথ্যার ভেতর কোন অবস্থানে ১ টা সত্য ঢুকিয়ে গোটা বিষয়টার সত্যতা স্থাপন করার প্রচেষ্টা" যাতে আপনার মনে ঐ একটা লজিক মেনে নিলে অবচেতন মন কিন্ত বাকিগুলোও ব্রেইনে ঠাই দিবে (দিতে বাধ্য হবে আরকি); তবে জ্যোতিষশাস্ত্রে যে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে সেগুলো ঐসব সংখ্যা আর আঁকিবুঁকি ছাড়াই বলি...
(১)আপনার জন্মসাল হতে আপনার বয়স আন্দাজ করা যায় [বর্তমান সময় স্বাপেক্ষ ক্যালকুলেশান] তাতে আপনার প্রকৃতি + বর্তমান অবস্থা + প্রেক্ষাপট + পরিস্থিতি ইত্যাদি বিচার করে ভবিষ্যত ক্যালকুলেট করা কঠিন নয় [এক্ষেত্রে দক্ষতার সহিত সাইকোলজিক্যাল এনালাইসিস এবং অভিজ্ঞতা ইফেক্টিভ]
(২) জ্যোতিষী আপনার ভবিষ্যত বয়ান করার আগে আপনার বর্তমান সিচুয়েশান যাচাই স্বাপেক্ষ অতীত আন্দাজ করে কমন ফ্যাক্ট ইউজ করে সেটা জানিয়ে দেয় - তাতে এমন হয় যে "আহা...উনি তো সব অতীত জানে তাহলে ভবিষ্যতও হয়তো জানবেন" এমন চেতনা কাজ করে। আবার গ্রহ নক্ষত্রের যে প্রকৃতি ও নড়নচড়ন তাতে আপনার বসবাসকারী গ্রহ তথা পৃথিবীর যে প্রভাব উহা জ্যোতির্বিজ্ঞান এর আলোচনার বিষয় - তাতে [ইট্টু কল্পনা করুন: বুধ এর মন খারাপে তা কক্ষচ্যুত হতে পৃথিবীতে আছড়ে পড়বে - এটা যখন জানান দেয় তখন পৃথিবীর সবাই ধ্বংসের আশংকার তাদের ভবিষ্যত অনিশ্চিয়তায় আচার আচরণের মাঝে পরিবর্তন অবশ্যই হবে - এতো দরকার নাই শুধু "পৃথিবী ধ্বংষ" এর গুজবটাই না কতো মানুষের চিরায়ত রং বদলে দেয় সেটা তো জানার কথা]
আপনি যদি বলেন মহাজাগতিক প্রভাবে পৃথিবীতে ইফেক্ট হচ্ছে তাহলে আপনাকে প্রামানিকভাবে স্পষ্টভাবে জানাতে হবে
(১) কি সেই প্রভাব এবং প্রভাবের প্রতিকৃতি কি ও কেমন? [প্রমান লাগবে]
(২) সেই প্রভাবের সূত্র কি? [আঁকিবুঁকি দিলে চলবে না সূত্রায়ন চাই যা পর্যবেক্ষন করা যাবে যেমন মহাকর্ষীয় সূত্র এর গাণিতিক প্রমাণ] নইলে আধ্যাত্মিকতার সাইকোলজির যুক্তি ব্যতীত কেবলই আস্তাকুঁড়ে....
ভবিষ্যতবানী
আপনার ভবিষ্যতবাণী করার জন্য দুটি সাইকোলজিক্যাল বিষয় আছে তাতে
(১) আপনার সম্ভাব্যতা বিচার করে সূক্ষ আনুমানিকতায় কমন ফ্যাক্ট ইউটিলাইজেশান এবং
(২) আমি আসলে আপনার ভবিষ্যত বলে দিতে পারবো না তবে যা বলবো সেটাই আপনার ভবিষ্যত হবে - যা ডার্ক সাইকোলজির অংশ [এই যেমন "তুমি ইউটিউবিং করছো? হচ্ছে না তো....এখন ভাইরাল না হলে এসব কেউ দি দেখবে? দেখছো ভিউ হচ্ছে না...এগুলো এভাবে হয়না! ক্যামেরা লাগে ভালো, এডিটর লাগে তার জন্য প্রমোট করতে টাকা খরচ করতে হয়; কিছুই তোমার নেই তাহলে কিভাবে হবে বলো? তারপরও দেখো চেষ্টা করতে থাকো...." এটাই আমার মনে যে সংশয়ী নেগেটিভ ইনআরশিয়া তৈরী করে তাতেই খানিক ভবিষ্যত প্রভাবিত হয় বটে!
নাহ, আর লিখতে ভালো লাগছে না; তবে যা লিখেছি সেটা একটু বিবেচনা করলেই অনেক রহস্য এর সূত্রায়ন করতে পারবেন; তদুপরি যেখানে টেকনোলজি মিলে সেথায় ট্রিক তো থাকবেই!
আপনার সুন্দর জীবনের তরে নিরন্তর শুভকামনা রইলো।