When turned on automatically changes
the theme color on reload.
When turned on automatically changes
the theme color every 5 sec.
আমাদের অবচেতন মনের অতৃপ্ত বাসনায় কতো দুঃখ-কষ্ট কি ক্লেশ জমাট বেঁধে থাকে - সেখানে থাকে রাগ, ক্ষোভ কিংবা হিংসার মতো নেগেটিভ ইনটেনশনাল ইনআরশিয়া; আমাদের মনের এই নিত্য অবস্থিতি যদিও অস্বাভাবিক নয় তবুও এইসকল অনুভূতিগুলো আমাদের মন'কে ভারাক্রান্ত করে রাখে।
মানুষের এই অবচেতন মনের বদ্ধ ঘর আলোকিত করা প্রয়োজন কেননা এই সাবকনশিয়াস মাইন্ডরে রিফ্রেশ মেন্টাল কন্ডিশন সফলতা লাভের তরে অনুপ্রেরণা যোগায় এক্ষেত্রে Mind Light Psychological Stimulative Simulation কার্যকরী ভূমিকা পালন করতে পারে।
Direct Access:- Mind Light Psychological Stimulative Simulation WebPage
Mind Light Psychological Stimulative Simulation এর স্ক্রিনে জলন্ত মোমবাতির শিখার প্রতি মেডিটেটিভ মানসিকতায় তাকিয়ে আপনার মনের ভেতর জমে থাকা জমাটা যাবতীয় নেগেটিভ ইনআরশিয়া তথা রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ, দুঃখ, কষ্ট প্রভৃতি যাতনা যা আপনার মনটাকে অবরুদ্ধ করে রেখেছে কিংবা অন্ধকারে আচ্ছন্ন করে রেখেছে সেটা দূর করার চেষ্টা করুন। এমনভাবে ভাবুন যে কম্পমান আলোক শিখা আপনার মনের নেগেটিভ ইনটেনশন'সমূহ দূর করে দিচ্ছে - আলোকিত হচ্ছে আপনার মনের অবচেতন অংশ যা কিনা আপনাকে সফলতা ও সুখ লাভের তরে নিয়ত প্রয়াসী করে তুলবে....
আপনার সুন্দর জীবনের তরে নিরন্তর শুভকামনা রইলো।