When turned on automatically changes
the theme color on reload.
When turned on automatically changes
the theme color every 5 sec.
আপন মনের মুক্তি ঘটান ক্যানভাসে - কথাটি সাহিত্যিক বা রূপকভাবে ফুটিয়ে তুলতে বলা হয়নি বরং আমাদের অচেতন মনের যেসব অতৃপ্ত ইচ্ছা বা বাসানগুলি আছে সেগুলির এক প্রকার অবমুক্তি ঘটানোর প্রয়াস!
আমাদের কনশিয়াস মন সর্বদাই লজিক্যাল এনালাইসিস আর অংকের জটিল সমীকরণে লাভ লসের হিসাবে আপন অবচেতন মনের অনেক সুপ্ত ইচ্ছাকেই একরূপ বন্দী করে রাখে; স্বাধীন মানুষ হয়েও সেইসব লজিক্যাল যুক্তিগুলো আমরা এড়াতে পারি না কেননা মানুষ একটি প্রাণী হিসেবে সবসময়ই যুক্তনির্ভরতাকে অধিক প্রেফার করি - অন্যদিকে এই যুক্তির যাঁতাকলে আপন মনের নির্লিপ্ত ইচ্ছাগুলো যেন একরূপ অবচেতনে আটকা পড়ে যায় - আমরা নিজেরাও বুঝে উঠতে পারি না কোথায় যেন আর কি যেন মিসিং হচ্ছে....
অথচ সেই অবচেতন মনের মিসিং ফিলিংসগুলোর তাড়না ঠিকই আমাদের যাতনা দিয়ে যায়!
Canvas এমন একটি Psychological Stimulative Simulation সিস্টেম যেখানে আপনি আপন হাতের স্পর্শে আলোক রঙ্গিন যা ইচ্ছা তাই করার এক মুক্ত অনুভূতি পেতে পারেন; আপনার মনের যেসব অবচেতন অনুভূতি সেগুলো আপন মনে স্মৃতির পাতায় ভাবতে ভাবতে ক্যানভাসে হাতের স্পর্শ রঙ্গিন আলোক বর্নালীতে আলোকিত করতে থাকুন - যতোক্ষণ না অবধি সেই অনুভূতির তাড়না তৃপ্ত হচ্ছে! এটা অবশ্যই আপনার আপন মনের যাবতীয় ইচ্ছাগুলোর ফিজিক্যাল বহিঃপ্রকাশ নয় তবে সাইকোলজিক্যালি এতোটুকু "যা ইচ্ছা তাই - যেমন ইচ্ছা তেমন - যেভাবে খুশী সেভাবে" এভাবে ভাবলে আপনার আপন অবচেতন মনের কিঞ্চিৎ হলেও একটু মুক্তির তরে স্বাধীনতার আস্বাদন পেতে পারে।
Canvas
Direct Access:- Canvas Psychological Stimulative Simulation WebPage
আমরা আমাদের অবচেতন মনের এই মুক্তি বা আপন অনুভূতির বহিঃপ্রকাশে যে উদ্দীপনার প্রয়োজন অনুভব করি সেটা খানিকটা হলেও হয়তো এটা আপনার মন'কে একটু রিফ্রেশ করে রিলাক্স হওয়ার প্রয়াস যোগাতে পারে - আপন মনের আকিবুকিতে কল্পনার তরে যে রেসপন্স সেটাও হয়তো আপনাকে খানিক প্রশান্তি যোগাবে.....
আপন অবচেতন মনের অবমুক্তির প্রশান্তি'ই সুখ লাভ ও সুখী হওয়ার পরিতৃপ্তি যোগায় সেখানে আপনার মনের দুয়ার উন্মুক্ত করে যা ইচ্ছা তাই করার এক ভার্চুয়াল ক্যানভাসে স্বাধীনতার উন্মাদনা হয়তো মানসিকভাবে আপনাকে স্যাটিসফেকশান যোগাবে!
আপনার সুন্দর জীবনের তরে শুভকামনা রইলো