When turned on automatically changes
the theme color on reload.
When turned on automatically changes
the theme color every 5 sec.
আপনার মনে আশার আলো জাগিয়ে তুলুন - নাহ, বিষয়টি একদমই মোটিভেশনাল কোন গল্প নয় বরং একটি সিমুলেশানের মাধ্যমে আপন মনে আশা আলো জাগিয়ে তোলার প্রয়াস বিশ্লেষণ করবো।
চলুন Hope Light Psychological Stimulative Simulation দেখে আসি...
Direct Access:- Hope Light Psychological Stimulative Simulation WebPage
Hope Light Psychological Stimulative Simulation এর স্ক্রিনে উজ্জ্বল আলোক প্রজ্বলন শুরু হতে কিছুটা সময় নিচ্ছে - হ্যা, আপনার জীবনেও কোন একটি বিষয়ে সফলতার জন্য তাতে আশার আলো উদয় হতে সময় নিবে - এখানেই প্রয়োজন হবে আপনার ধৈর্য্যের সহিত একাগ্রতায় নিষ্ঠাবান থাকা; আপনি যে বিষয়ে সফল হতে চান তাতে সফলতার প্রয়োজন হবে একটানা লেগে থাকার অটুট মানসিকতা তথা অধ্যবসায় - এরপরই দেখতে পাবেন ধীরে ধীরে আপন মনের আপনার উক্ত বিষয়ে সফলতা লাভের প্রত্যয়ে আলোকিত এক আশার আলো! সেই আশার আলো একবার জ্বালাতে পারলে তা কখনোই তা আপনা আপনি নিভে যাবে না বরং আপনার কর্ম তৎপরতায় সেটা আরও স্থায়ীভাবে আপনার জীবন আলোকিত করে সামনে সম্মুখপানে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে....
তথাপি এই আশার আলো একই আলোক উজ্জ্বলতায় হয়তো ধ্রুবভাবে জ্বলতেই থাকবে না - এটা সময়ের সাথে সাথে নিভু নিভু করবে বটে তবে আপনার ঐকান্তিক প্রচেষ্টা ও প্রয়াস আপনার আশার আলো জ্বালিয়ে রাখতে সর্বদাই আত্মপ্রত্যয়ী মানসিকতা অটুট মনোবলে প্রয়াসিত হতে আপনাকে নিত্য অনুপ্রাণিত করে যাবে....
আপনার সুন্দর জীবনের তরে নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো।