When turned on automatically changes
the theme color on reload.
When turned on automatically changes
the theme color every 5 sec.
যদি সহজভাবে বলা হয় অসীম কি? তবে এটার সহজ উত্তর হবে অন্তত যার অন্তত পরিমাপগত সীমানা নেই; অন্যদিকে যদি প্রশ্ন করা হয় গোলকধাঁধা কি? তাহলে এটার উত্তর হবে এমন একটি অবস্থা যাতে একই বিষয়ে পুনঃপুনঃ অবস্থিতির অবস্থানে একটু Looping এর মতো অবস্থা।
আচ্ছা আপনি যদি এখন অসীম এবং গোলকধাঁধা বিষয়টির পরস্পরের সাথে একটু রিলেট করেন তবে দেখতে পাবেন একটি সসীম অবস্থাতেই পুনঃপুনঃ ঘটন ক্রিয়ায় মুভঃমেন্ট যেন এক অসীম অবস্থান (ইনফিনিটি তৈরী করছে) - সমীমের মাঝেই অসীমের বসবাস যেন এক গোলকধাঁধায় অবকাশ।
Direct Access:- Looping Infinity Psychological Stimulative Simulation WebPage
উপরের Looping Infinity Psychological Stimulative Simulation হতে আপনি দেখতে পান যে একটি লাল বৃত্তাকার বল একটি ইনফিনিটি চিহ্নের মাঝে নিয়ত ঘুরপাক করছে - এমনটি চলতেই থাকবে; যদিও এই ∞ [লুপিং] অংশটির একটি নির্দিষ্ট দৈর্ঘ্য বিদ্যমান তবুও এটার এরূপ অবস্থিতিতে ঐ লাল বৃত্তাকার বলটির মুভমেন্ট যেন স্বাপেক্ষিকভাব এক রিলেটিভিট অসীমত্বের বন্ধনে আটকে পড়েছে - একটা গোলকধাঁধা এর মতোই!
ঠিক এমনি অনেকসময় আমাদের মানসিক অবস্থার অবস্থিতি হয় যেন তাতে আমরা কোন একটি নির্দিষ্ট বিষয়ে একটি সীমিত ভাবনাতে অভারথিংকিং এর সহিত লজিকহীন নানান আবেগী অনুভূতি'তে এতোটাই অবসেসিভ হয়ে থাকি তাতে ঐ সাবজেক্টের থিংকিং'ই যেন বারবার এবং বারংবার আমাদের চিন্তা জগতে প্রচ্ছন্নতায় গোলকধাঁধার উদ্ভব ঘটায়...
এই গোলকধাঁধা আপনার সুখ উপলব্ধি ও সফলতা লাভের পথে বড্ড এক প্রতিবন্ধকতা তাই এই গোলকধাঁধা হতে যুক্তির মাধ্যমে ঐ ∞ এর সুতার বন্ধন কেটে আপনাকে মুক্ত হতে হবে - এটিই সমধানের অন্যতম উপায়!
আপনার সুন্দর জীবনের তরে নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো।