When turned on automatically changes
the theme color on reload.
When turned on automatically changes
the theme color every 5 sec.
"ভালোবাসা" এই শব্দটি বেশ রহস্যময় একটি শব্দ যার অর্থ সমগ্র অবিধানে ডেফিনাইট করার পরও মনে হয় যেন "নাহ...কিছুটা হয়তো বাকি রয়ে গিয়েছে" - এই ভালোবাসার অনুভূতি ক্ষেত্র বিশেষে হয়তো রোমাঞ্চকর, কখনো তা স্মৃতি ঘেরা রোমান্থন কিংবা রোমান্টিকতা ইত্যাদি।
ভালোবাসা শব্দটির মূল্যায়ন করার পূর্বে এর ডেফিনেটিভ দিক'টি ফুটিয়ে তোলা অবশ্যক যেন সেটা উপলব্ধি করা সহজতর হয়...
"ভালোবাসা হলো এমন এক মানবীয় অনুভূতি [শুধু মানবীয় বলাতে এটা কেবলি মানুষ প্রজাতির মাঝে সীমাবদ্ধ তা নয় বরং এটি প্রাণীকূলের অন্য সব প্রাণীর মাঝেও তাদের মস্তিষ্কের প্রকৃতি অনুসারে কমবেশী বিরাজমান কন্ডিশনস] যা বিশ্বাস, আস্থা, নির্ভরযোগ্যতায় নির্ভারতার সহিত ভালো লাগা এবং পরস্পর'কে কামনা [শুধু জৈবিক নয় - এটার বিস্তৃত পরিধী বিদ্যমান] এর প্রয়াস - যাতে উভয়ের প্রতি এক আকর্ষণী প্রভাব ও প্রভাবন প্রক্রিয়ার স্থিতিশীলতা বিরাজমান থাকে"।
যদিও ভালোবাসার অবস্থা ও অবস্থান - প্রেক্ষাপট - সময় - চাহিদা ও প্রয়োজন ইত্যাদি বিভিন্ন বিষয়ে মানসিকতা স্বাপেক্ষিক এক সাইকোলজিক্যাল ভাবনা; তথাকি আমরা অপ্টিক্যালি ভালোবাসার এই বিষয়টি যদি একটু ফুটিয়ে তুলতে চাই তবে Love Psychological Stimulative Simulation হয়তো কিছুটা ইফেক্টিভ হতে পারে...
Direct Acces:- Love Psychological Stimulative Simulation WebPage
Love Psychological Stimulative Simulation হতে আমরা দেখতে পাই একটি ❤️ যেন একটি নির্দিষ্ট সময় পরপর বিটের মতোই স্পন্দিত হচ্ছে - ঠিক তেমনি ভালোবাসার অনুভূতি নানা কারনে [সেটা হতে পারে হারিয়ে ফেলার ভয় / কামনার প্রয়াস / সর্বদাই ভালো লাগার অনুভূতিতে কাছে থাকার উতলা মানসিকতা / কৌতূহলী আগ্রহের মতো রহস্যময়ী মানসিক অবস্থিতি ইত্যাদি] আমার মন তথা মস্তিষ্কে হরমোনাল কারনে এক স্পন্দন তৈরী করে - অন্যদিকে ব্রেইনের সকল ক্রিয়া'ই তো মূলত ইলেকট্রিক ইম্পালসিভনেসে নিউরোট্রান্সমিশন প্রক্রিয়ার একরূপ তরঙ্গ মাত্র।
এখানে ঐ ❤️ এর আশ পাশ জুড়ে বিস্তৃত আছে এক লাল আভা সেটি মূলত ভালোবাসায় ছড়িয়ে থাকা মস্তিষ্কের আবেগ ও অনুভূতির এক প্রচ্ছন্ন আবেশ - এটিকে অবসেসিভনেস এর সহিত তুলনা করা চলে [অসুস্থতা নয় বরং এক সাইকোলজিক্যাল কন্ডিশন বোঝাতে] - এই ❤️ এর বিটিং নির্ভর করে আপনার ভালোবাসার পরিস্থিতি যা প্রেক্ষাপট নির্ভর - কখনো কখনো এটি হয়তো সময়ের সাথে ব্যক্তিত্বের দরূণ বিরূপ অবস্থায় প্রায় শূন্য এর মতোই হয়ে যেতে পারে - তখন আমাদের মনে হয় এই বুঝি ভালোবাসা নিঃশেষ হয়ে গেলো; ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো তবুও ঐ ❤️ এর আশে পাশে বিরাজমান আভা এর মায়া ও মোহ অবস্থিতি ঠিকই থেকে যায় - তাইতো বিরহ বা বিচ্ছেদে যে আপাত শূন্য স্পন্দনহীন Love Beat সেটা হয়তো তড়িৎ এক স্পন্দনে অতীত ভালোবাসার মেমরী ReCall প্রক্রিয়ায় অদ্ভুৎ যাতনায় উদয় ঘটায়!
কিংবা দীর্ঘদিন বিরহ বা বিচ্ছেদ থাকার পরও ঐ ভালোবাসার আভা আমাদের মস্তিষ্কে স্মৃতি রোমান্থনে নানান আবেগী ভাবনার উদয় ঘটায় - সেই ভাবনাতে অবসেসিভনেস থেকে মনে মনে অতৃপ্ত ভালোবাসার স্বপ্ন সাজিয়েও অনেকে স্যাটিসফেকশান লাভ করে বৈকি!
এই ❤️ এর অবস্থিতি কখনোই আমাদের মন হতে চিরতরে মুছে যায় না - যদিও সময় স্বাপেক্ষ পরিস্থিতি অনুযায়ী আমাদের মস্তিষ্কে সেটার আকার কমে যেতে পারে - স্পন্দন হ্রাস পেতে পারে - ঐ আভার আচ্ছন্নতা ম্রিয়মাণ ও মলিন হতে পারে; তবুও মানুষ মাত্রই উহার খানিক রেশ রয়ে যায় বটে!
আপনার সুন্দর জীবনের তরে নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো।