When turned on automatically changes
the theme color on reload.
When turned on automatically changes
the theme color every 5 sec.
যদিও "সত্য" এবং "মিথ্যা" উভয়ই একটি আপেক্ষিক বিষয় - যেখানে স্বাপেক্ষ তথা রেফারেন্স গুরুত্বপূর্ণ; তবুও আমাদের এই দৃষ্টিগত তথা অপ্টিক্যাল ক্রিয়াকলাপের কতোটুকু অংশ কার্যত সত্য সেটা একটিবার ভাবনা করা যেতে পারে....
আসুন Optical Illusion Psychological Stimulative Simulation এর দিকে আলোকপাত করি....
Direct Access:- Optical Illusion Psychological Stimulative Simulation WebPage
Optical Illusion Psychological Stimulative Simulation আমরা দেখতে পায় একটি স্ক্রিনের একই একটি কালো বৃত্তাকার বল ডান ও বামে মুভমেন্ট করছে - তাতে একটি সময় বলটিকে [যখন সাদা ব্যাকগ্রাউন্ড] কালো বলে আইডিয়েন্টিফাই করা যায় এবং মুভমেন্টের বিপরীতে অপর সময়ে [যখন কালো ব্যাকগ্রাউন্ড] সেটিকে খানিক ধূসর তথা হালকা সাদা এবং কালোর মিশ্রণ এর মতোই মনে হচ্ছে; এখন যদি প্রশ্ন করা হয় আদতে বলটি কালো নাকি ধূসর তখন আপনার অপ্টিক্যাল ভিউ হতে উত্তর কি হবে?
সেটাকে কালো বললে সেটাও সঠিক আবার সাদা ও কালোর মিশ্রণে ধূসর বললে সেটিও মিথ্যা হয়ে যায় না - আবার একটি অপরটির তুলনামূলক অবস্থা ও অবস্থান স্বাপেক্ষ পরস্পর মিথ্যা বললেও ভুল হয়না - অন্যদিকে এটাও অসত্য নয় যে এটি কালো এটাও যেমন একটা ভুল তেমনি ধূসর সেটাও ভুল!
এমন অপ্টিক্যাল ইলিউশনে আমরা যে প্যারাডক্সে পড়ি সেটা আসলে তখনই একটি সঠিকতম ডিসিশন নিতে গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যক শর্ত যে এটার ব্যাকগ্রাউন্ড কালার যখন বিচার করা হচ্ছে তখন কি এবং কেমন? একইসাথে কোন সময়ের জন্য সেটিও গুরুত্বপূর্ণ!
সাইকোলজিক্যালি এই Optical Illusion Psychological Stimulative Simulation এর তাৎপর্য এই যে এটা আমাদের দৃষ্টিগত ইন্দ্রিয় এর দর্শন স্বাপেক্ষ যেকোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহনে আমাদের পারিপার্শ্বিক অবস্থা ও অবস্থান বিচার ও বিবেচনাতে রেখে তারপর ডিসিশন নিতে প্রয়াসী করে তুলতে পারে; অপ্টিক্যাল ইলিউশনস বিষয়টি শুধুই দৃষ্টিগত সীমার মাঝে সীমাবদ্ধ নয় বরং আমাদের ভাবনা তথা চিন্তা চেতনা জগতের পর্যবেক্ষণে সুদূরপ্রসারী মনোভাব বিদ্যমান রাখাতে প্রয়াসী করে তুলতে সক্ষম!
আপনার সুন্দর জীবনের তরে নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো।