When turned on automatically changes
the theme color on reload.
When turned on automatically changes
the theme color every 5 sec.
যদি সহজভাবে বলতে হয় সম্মোহন কি তবে সেটা হলো ব্যক্তির কনশিয়াস তথা সচেতন'কে সজাগভাবে ব্যক্তির ইচ্ছাস্বাপেক্ষ [কিছু ক্ষেত্রে হয়তো সিচুয়েশান স্বাপেক্ষ ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধেও বটে] আপাত নিষ্ক্রিয় করে অবচেতন মনের চেতনার বহিঃপ্রকাশ ঘটানো।এই সম্মোহনী প্রক্রিয়া বিভিন্নভাবে ঘটে থাকে বা ঘটানো যায় - তদুপরি বাস্তবিকার্থে সম্মোহন আমাদের নিত্য জীবনের চারিপাশে প্রতিনিয়ত'ই ঘটে থাকে - যেমন সুন্দর কোন একটি ফুল দেখে আমরা মুগ্ধ হই তাতে আপন অবচেতন মন বিস্মিত হয়; আবার বর্তমানের মার্কেটিং এর দুনিয়াতেও নানান টেক জায়ান্ট কোম্পানিগুলো এই সাইকোলজিক্যাল সম্মোহন বিদ্যার ব্যাসিক ফ্যাক্টগুলি ইউটিলাইজ করে কোডিং এর লগারিদম সিস্টেম ব্যবহার করে ব্যবসার প্রসার ঘটায়।
আসুন Hypnotize Psychological Stimulative Simulation এর ভিজ্যুয়াল জগৎ হতে ঘুরে আসি...
Direct Access:- Hypnotize Psychological Stimulative Simulation WebPage
Hypnotize Psychological Stimulative Simulation এর স্ক্রিনের মধ্যখানের আলোকোজ্জ্বল অংশটির প্রতি তাকিয়ে আপন মনের অভ্যন্তরীণ ভাবনাগুলো একভাবে বিকশিত হওয়ার অবকাশ দিন যেন মেডিটেটিভ মাইন্ডে আপনি যা ভাবতে চাচ্ছেন সেটিই যেন অপ্টিক্যাল ইলিউশান স্বাপেক্ষ কনশিয়াসের লজিক্যাল গেইটের বন্ধনী ভেঙ্গে তার বহিঃপ্রকাশ ঘটে - ঐ অবচেতন মনের মাঝে বিস্তৃত স্মৃতি তথা ডাটার ভান্ডার তখন অনেকাংশেই আপনার জন্য সহজেই এক্সেস করা সম্ভবপর হবে - তদুপরি অবচেতন মন'কে কার্যত ইউটিলাইজ করতেও প্রয়াসী হতে পারেন [এটা অনেকটা অপ্টিক্যাল নিয়ামক'কে সেল্ফ হিপ্নোসিস প্রক্রিয়ার অনুরূপ]
বেশ পুরাতন এবং প্রচলিত সম্মোহন বিদ্যা শেখার অনন্য একটি বই হলো প্রফেসর R.N Rudra এর "সম্মোহন বিদ্যা" এই বইটি আপনি PDF আকারে পড়তে পারেন।সম্মোহন বিদ্যা এর পিডিএফ ডাউনলোড করতে পারেন:- Sommohon Biddha PDF Download
আপনার সুন্দর জীবনের তরে নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো।