When turned on automatically changes
the theme color on reload.
When turned on automatically changes
the theme color every 5 sec.
পৃথিবীতে মানুষের অন্যতম মাহাত্ম্য বা বৈশিষ্ট্য এটাই যে একে অপরের প্রতি বন্ধন - সেটা হউক পরিবার কিংবা আত্মীয় বা অনাত্মীয় অথবা রক্তের সম্পর্ক কিংবা আবেগ বা অনুভূতির পারস্পরিক রিলেশনশিপ; এই বন্ধন তথা রিলেশনশিপ'কে অটুট ও অক্ষুণ্ণ রাখতে আমাদের মনোযোগ ও গুরুত্ব দেওয়া উচিত কেননা একটি সুস্থ সম্পর্ক আপনার জীবনে নির্ভরতার সহিত নির্ভারতায় অপার সুখের সহিত স্থিতিস্থাপকতা প্রদান করে।
আমরা অনেকেই সম্পর্কের এই বিষয়টা নিয়ে নানান সাইকোলজিক্যাল সমস্যাতে ভুগে থাকি - যা সম্পর্কের অটুট অবিচ্ছিন্নতার দিকটিকে নড়বড়ে করে দেয়; নিচের Bondhon Psychological Stimulative Simulation হতে আপনি অপ্টিক্যালি এই বিষয়টির সাইকোলজিক্যাল রিয়েলাইজেশান অনুভব করতে পারেন যে একটি সম্পর্ক'কে সুস্থভাবে টিকিয়ে রাখতে ঠিক কি কি নিয়ামক ভূমিকা পালন করে - এবং এইসব নিয়ামক ভূমিকার কোনগুলো আপনার মাঝে অনুপস্থিত যা আপনি নিজেকে সংশোধন করে আপন সম্পর্কের অটুট ধারাবাহিকতা রক্ষা করতে সচেষ্ট হতে পারেন; এমনকি যদি আপনার জীবনে কোন কারনে কারোর সহিত সম্পর্কের বিচ্ছেদ হয় তবে ঠিক কি অথবা কোন কোন ফ্যাক্টের কারনে এমনটা হয়েছে সেটাও বিচার করতে পারেন তদুপরি আপন কোন ফ্যাক্ট তাতে দায়ী ছিলো কিনা সেটারও জাস্টিফিকেশান করতে পারেন বটে....
Direct Access:- Bondhon Psychological Stimulative Simulation WebPage
আপনার সুন্দর ও সুখী জীবনের তরে শুভকামনা রইলো।