When turned on automatically changes
the theme color on reload.
When turned on automatically changes
the theme color every 5 sec.
লেখার শুরুতেই হাইলাইট করে নিচ্ছি এটি কোনরূপ ধর্মীয় উগ্রতা কিংবা কোন ধর্ম বিশ্বাস'কে খাটো করা কিংবা আঘাত দেবার জন্য নয় - এই লেখাটি কেবলি সাইকোলজিক্যাল দৃষ্টিভঙ্গি হতে সামাজিকতা ও লৌকিকতার বিচারে মনস্তাত্ত্বিক ধ্যান ধারনার বহিঃপ্রকাশ মাত্র!
মানুষ সামাজিক জীব আর এই সমাজেই বাস করে নানা ধর্ম ও বর্ণের মানুষ - যদি খুব সহজভাবে "ধর্ম কি?" এই প্রশ্নের উত্তর হয় "বৈশিষ্ট্য" তবে মানুষের অন্যতম প্রধান ও প্রাথমিক ধর্ম হবে "আমাদের ধর্ম আমরা মানুষ"; এই মানুষে মানুষে সামাজিকতা ও বিশ্বাসগত আচরণে ধর্ম এর বিন্যাসে আমরা সবাই যার যার চিন্তা-চেতনা ও মননে-মগজে এক একজন মানুষ নামক প্রাণী। বিশ্বব্যাপী আনুমানিক ১০,০০০ টি স্বতন্ত্র ধর্ম রয়েছে - যেখানে অধিকাংশ ধর্মের বেইজমেন্ট হলেন ঈশ্বর!
যদিও বৈজ্ঞানিক ও যুক্তিগত বিচারে অদ্যবধি ঈশ্বরের অস্তিত্ব ও প্রয়োজনের গ্রহনযোগ্য প্রমান নেই তথাপি তবুও যার যার ধর্ম বিশ্বাসে সেই "ঈশ্বর" হলেন এক মহান সত্বা যার নিমিত্তে আমাদের ধর্মিয় আচরণগুলোর ব্যাপ্তী ঘটে - এটা ধর্মীয় বৈচিত্রতার সহিত সাইকোলজিক্যাল দিক হতেও নেগেটিভ দিকের পাশাপাশি পজেটিভ নানান দিক বিদ্যমান বটে - সুতরাং যাবতীয় নেগেটিভ বিষয়গুলো এড়িয়ে "আমরা মানুষ এবং যার যার ব্যক্তি বিশ্বাসের হেতু মহান এক ঈশ্বরের নিমিত্তে যাবতীয় আচরণে অভ্যস্ত সামাজিক প্রাণী" এটা বলাটাই অধিক সংগত!
সিংহভাগ ধর্মে যে ঈশ্বর প্রকৃতির চেতনা তাতে প্রথাগত ও প্রচলিত বৈশিষ্ট্য যদি সত্যিই একজন GOD থাকেন তবে হিউম্যান বিহ্যাবিউয়ার আচরণে সেই প্রভু মানুষের সকল সুখ - দুঃখ, আবেগ - অনুভূতি, যুদ্ধ - বিগ্রহ ইত্যাদিতে তার প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত?
অথবা এই যে বিশ্বাসগত আচরণের এতো বিরূপতা তাতেই বা ঈশ্বরের অবস্থিতি কেমন?
নিশ্চয়ই অস্তিত্ব আছে এবং নিশ্চল নয় এমন প্রতিক্রিয়াশীল ঈশ্বর অবশ্যই এতোসব ঘটন ক্রিয়াতে অবিচল থাকতে পারেন না....
Direct Access:- GOD Psychological Stimulative Simulation WebPage
GOD Psychological Stimulative Simulation এ এই GOD বা ঈশ্বরের বিচ্যুতি সেটা আমাদের এই সেন্সের বহিঃপ্রকাশ ঘটায় যে একজন প্রতিক্রিয়াশীল অস্তিত্ব যা মহাবিশ্বের অতি ক্ষুদ্রতম এক গ্রহ পৃথিবীর এতো সকল প্রজাতির জীবের মাঝে মানুষ নামক এক প্রাণীর তরে প্রভুর আসনে আসীন - সে মানুষের যাবতীয় আবেগ ও অনুভূতির এমনই Fluctuate করবে; এই GOD Psychological Stimulative Simulation শুধু ঐশ্বরিক ঈশ্বর নয় বরং ঈশ্বরের প্রতি গোটা মানবজাতির প্রায় ১০,০০০ ধর্মের যেসকল ধর্মে ঈশ্বরের এরূপ অবস্থান তাতে সকলের বিশ্বাসী চেতনাতে এটার স্বরূপ কি এবং কেমন?
এটা কখনো ঈশ্বর'কে খাটো করা নয় তথাপি এটা একরূপ সিমুলেশন যা আমাদের দেখিয়ে দিতে পারে GOD এর অস্তিত্বে আমাদের মানসিক অবস্থা - একইসাথে হয়তো আমাদের স্বাপেক্ষ GOD এর অবস্থিতি!
এই Fluctuate দূর করতে আমাদের এতোটুকু জানা ও মানা'টাই হয়তো যথেষ্ট যে "আমরা সবাই মানুষ" তার জন্য আলাদা করে ধর্ম বা ঈশ্বরের প্রয়োজন যেমন নেই তেমনি ব্যক্তি বিশ্বাসে ধর্ম বা এক মহান ঈশ্বর থাকলেও ক্ষতি নেই!
লেখনীর এই মুহূর্তে এসে আবারও আমাকে মনে করিয়ে দিতে হচ্ছে এটি কোন ধর্ম বিশ্বাস বা ব্যক্তি কিংবা কাউকে ছোট করা কিংবা আঘাত করার জন্য নয় বরং এটি কেবলি এক মনস্তাত্ত্বিক লেখনী মাত্র!
আমাদের সমাজে এমনও অনেক মানুষ আছেন [কোন স্পেসিফিক ধর্মের কথা উল্লেখ করছি না] যারা তার নিজ নিজ ধর্মের তরে উগ্রতা'তে সামগ্রিক মানব জাতির মাঝে বিশৃঙ্খলা - যুদ্ধ ও বিগ্রহ এবং শান্তি নষ্ট করে [হয়তো তারা ভুল বুঝে করে তবে করে তো বটেই....অথচ কোন বিশ্বাস প্রতিষ্ঠা করতে যুদ্ধের চেয়েও শান্তির তরে ডেডিকেশান অধিক প্রযোজ্য হতে পারে;তাতে সাম্রাজ্য অধিকারে সেই ঈশ্বর ভাবনায় ধর্মের স্থিতিস্থাপকতা অপেক্ষা প্রশান্তির তরে সেটার রিয়েলাইজেশান আরও অধিক ইফেক্টিভ ভূমিকা পালন করে] - যে যেকোন ধর্মের'ই হউক না কেন তাতে ভুল বুঝে হউক কিংবা ইচ্ছাকৃত হউক তাদের জন্য তখন "সেই মহান ঈশ্বর" এর আর মাহাত্ম্য থাকে না বরং সেটা যেন God এর উল্টো এমন doG এর মতোই নৃশংস হয়ে উঠে....
Direct Access:- doG Psychological Stimulative Simulation WebPage
এটা কোন ঈশ্বরের প্রতিরূপ নয় - বরং এটা ঐ সকল উগ্রতা এবং মগজ ভর্তি যুক্তিহীনতায় মানব সমাজে বিগ্রহ ও অশান্তির তরে তাদের মনের ভেতর লালন করা সেই উল্টো doG এর প্রতিচ্ছবি - মহান এক ঈশ্বর এতো সুবিশাল মহাবিশ্বের প্রভু হতে কখনোই তিনি এমন নির্লিপ্ত অন্তত হতে পারেন না!
Pantheism ধারনটি হলো সর্বেশ্বরবাদ যেখানে ঈশ্বরের পরিচয় ও পরিচিতি তথা ব্যাপ্তী এই সমগ্র মহাবিশ্ব ও প্রকৃতি জুড়েই...
Direct Access:- Brain Pantheism Psychological Simulative Simulation WebPage
এই ঈশ্বরের বিমূর্ত রূপ ছড়িয়ে আছে মানুষ হতে প্রকৃতি আর পৃথিবী হতে মাহবিশ্ব অবধি; এখানে আলাদা করে ভক্তির তরে বিভক্তির অবকাশ নেই - সেখানে সব কিছুর মাঝেই ঈশ্বরের প্রতিবিম্ব যেন খুঁজে পাওয়া চলে!
এই Brain Pantheism Psychological Simulative Simulation আপনাকে ঐ সর্বেশ্বরবাদ এর অনুভূতি প্রদানে প্রয়াসী হতে পারে...
এখানে আলাদা করে কোন ধর্মের ঈশ্বরের নাম নেওয়া হচ্ছে না আর না তো এখানে ইশ্বরের ক্লাসিফিকেশন করা হচ্ছে বরং মানব মস্তিষ্কে এই যে ঈশ্বর চেতনায় বৈচিত্র্যময় বিচিত্র ভাবনা জাগতিক সকল ঈশ্বরের শুধুমাত্র মহান ও মাহাত্ম্যটুকুতে যে "ভালো" এর অবকাশ তাতেই হয়তো এই পৃথিবী সুন্দর হতে পারে; অন্যদিকে আস্তিক আর নাস্তিকের মিলনমেলায় শেষ হতে পারে এতোসব বিরূপতা - সকল ধর্মের মানুষের মানুষের মিলনে সৃষ্টি হতে পারে এক অপরূপ বৈচিত্র্যের প্রাকৃতিক রংধনু!
হ্যা....তাতে ঈশ্বর থাকুক কিংবা না থাকুক - কোন ঈশ্বর সত্য কি মিথ্যা; দিনশেষে আমরা সবাই মানুষ আর এটিই হউক আমাদের পরিচয়!
আর হ্যা, বোধহয় আমাকে আবারও মেনশন করে দিতে হচ্ছে এই লেখাটি কোন ধর্ম বা ঈশ্বর কিংবা বিশ্বাস'কে ছোট করার জন্য - এটা কেবলি মনস্তাত্ত্বিক ধ্যান ধারনা প্রসূত লেখা; এই যে বারবার মনে করিয়ে দেওয়া Sensitive ইস্যু সেটা থেকেও যদি আমাদের মস্তিষ্ক Logical Sense এর বিস্তরণ থাকে - তবে আমাদের পৃথিবীটা কতোই না সুন্দর হতো....
সকলের জন্য সুন্দর ও মঙ্গলময় জীবনের তরে শুভকামনা রইলো