When turned on automatically changes
the theme color on reload.
When turned on automatically changes
the theme color every 5 sec.
প্রকৃতির অপূর্ব এক বিচিত্রিতা হলো বৃষ্টি যেখানে সুবিশাল আকাশ হলে বিন্দু বিন্দু জলের বারিধারায় শীতল ছোয়া ছড়িয়ে পড়ে চারিদিক - আর তখনই আমাদের অবচেতন মনের অবেগ ও অনুভূতি যেন নস্টালজিয়াতে হারিয়ে যেতে চায়...
আসলে এটি হিউম্যান সাইকোলজির মানব মস্তিষ্কের এক প্রতিক্রিয়া মাত্র যখন প্রকৃতির সহিত আত্মস্থকরণে আমাদের মনের অবচেতন অনুভূতিগুলো একরূপ বিকশিত হওয়ার প্রয়াস পায় - তীব্র কঠিন রৌদ্র যেমন কঠোর লজিকের মতোই কাটখোট্টা তেমনি বিপরীতে প্রক্রিয়াতে বৃষ্টি যেন আমাদের আপন মনের সুশীতলতায় এক সূক্ষ রিফ্রেশমেন্টের সহিত আদ্রতা!
Direct Access:- Rain Psychological Stimulative Simulation WebPage
Rain Psychological Stimulative Simulation এর মাধ্যমে আপনি অপ্টিক্যালি বৃষ্টির প্রবাহমান ধারা এবং হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকে প্রকৃতির বৃষ্টির মতোই এক ভার্চুয়াল এনভায়রনমেন্ট উপলব্ধ হওয়ার চেষ্টা করতে পারেন - তাতে আপন অবচেতন মনের নির্লিপ্ত বৃষ্টিভেজা অবগাহন হয়তো আপনাকে নস্টালজিয়ার সাথে সাথে দারুণ অনুভূতিতে আপনার মনকে ছুয়ে যাবে...
শুভকামনা রইলো।