When turned on automatically changes
the theme color on reload.
When turned on automatically changes
the theme color every 5 sec.
এমন অনেক সময় হয় যখন আমাদের মনের কোন গোপন কথা প্রিয়জন বা প্রাপকের নিকট এমনভাবে পৌছে দেবার প্রয়োজন হয় তাতে যেন সর্বোচ্চ সিকিউরিটি থাকে; এটার সহিত সাইকোলজি যুক্ত হয়ে এমন এক সিস্টেম এর অবতারণা ঘটায় যেন কেউ বাইরের থেকে আপনারা কি মনের ভাব আদান প্রদান করছেন সেটা বুঝতে না পারে; অথচ সেটা সবার সামনেই উপস্থিত থাকে.......
এমনই চিন্তা ধারায় Crypto Mind এর কোডিংগত আত্মপ্রকাশ....
Direct Access:- Crypto Mind Simulation WebPage
এখানে Normal Sense এ আপনি যা লিখতে চান সেটি Message to Encrypt বক্সে লিখুন [সেটি হতে পারে আপন মনের গোপন কোন কথা কিংবা সিক্রেট মেসেজ ইত্যাদি] এবং তাতে একটি Passcode যুক্ত করে দিন [এই PassCode শুধুমাত্র আপনি এবং আপনি যার নিকট বার্তা পৌছে দিতে চান সেই প্রাপক মানুষটিই জানবে] এরপর Encrypt এ ক্লিক করলে Result বক্সে নানান ক্যারেক্টারে হাবিজাবির মতোই একগাদা টেক্সট জেনারেট হবে [একটু রূপকভাবে বললাম - আদতে এটি Encrypted Form of Your Text] এখন এই Encrypted Text অংশটি কপি করে যার নিকট আপনার মনের কথা বা বার্তা পৌছাতে চান তাকে Facebook, WhatsApp ইত্যাদি যেকোন মাধ্যমে পেস্ট করে পাঠিয়ে দিন; অপরদিকে প্রাপক এই Encrypted Text লেখাগুলো Crypto Mind Psychological Simulation এর Complex Sense অংশের Encrypted message বক্সে পেস্ট করে শুধুমাত্র আপনাদের জানা PassCode প্রবেশ করিয়ে Decrypt এ ক্লিক করলেই মূল Text অর্থাৎ মনের ভাব Plain Text ফরম্যাটে পেয়ে যাবেন!
সিকিউরিটি বিষয়ে এখানে কিছু আলোচনা করা চলে যেমন এটি GitHub এর রিপোজিটরীতে ডিপ্লয়মেন্ট করা Static ওয়েবপেইজ - তাই সকল সোর্সকোড উন্মুক্তভাবে আপনি পর্যালোচনা করতে পারেন; এখানপ কোথাও আপনার মনের ভাব প্রকাশের Plain Text / PassCode / Encrypted Text কিংবা Decrypted Text (Reverse Plain Text) এর ডাটা সার্ভারে Log ফাইল হিসেবে আলাদা করে সংরক্ষণ করে রাখে না।
এমনকি আপনার IP এড্রেস ইত্যাদির মতো সাধারণ ডাটাও এটা Log হিসেবে রাখে না - যাতে আপনার ফুটপ্রিন্ট কিংবা ডিভাইস রিকোগনাইজড তথ্যগুলো সনাক্ত করা সম্ভব।
অপরাপর এই যে Encrypted ডাটা উহা নানান প্লাটফর্ম যেমন Facebook বা WhatsApp শেয়ার করাতে Plain Text হওয়ায় কোন সমস্যা হবে না - আবার Delete বা Unsend করে দিলেও মূলত আদতে কি ভাব আদান প্রদান হয়েছে সেটি কখনোই পুনরুদ্ধার করা সহজ সম্ভবপর হবে না; এছাড়াও আপনি চাইলে এই Encrypted Text এ বিশেষ স্থানে বিশেষ কোন সাইন জুড়ে দিতে পারেন তাতে আরও এক্সট্রা সিকিউরিটি লেয়ার যুক্ত হবে।
সবিশেষ সকলের জন্য শুভকামনা রইলো।