নেশা কি? নেশা করলে কেমন ফিলিংস হয়?
নেশা কি?
নেশা বলতে মূলত কোন কিছুতে নেগেটিভ'ভাবে আসক্তি বোঝায়; তথাপি কোন একটি সাবজেক্টিভ ধারণার দরূন কোন অবজেক্ট স্বাপেক্ষ [যেমন ড্রাগ ইত্যাদি] এর অভ্যাসগত আচরণ যখন নিয়মিত হয়ে যায় এবং উহার অবর্তমান বা অনুপস্থিতির দরূণ অবসেসিভনেসে মেন্টাল ব্যালেন্স বিনষ্ট হয় সেটাই আসলে নেশা বা এডিকশন!
নেশা করলে কি হয়?
সাধারণত এটি ব্যক্তিস্বাপেক্ষ মনস্তাত্ত্বিক বিষয়ের ওপর নির্ভর করে যে কোন ব্যক্তি কোন কোন নেশা জাতীয় নেশার সাবজেক্ট/অবজেক্টের ধরণের প্রতি কেমন প্রতিক্রিয়া প্রদর্শন করবে - এটির ওপরেই ব্যক্তির নেশা করার পর কেমন ফিলিংস বা অনুভূতি হয় সেটা ডিপেন্ডবল।
একটি বিষয় এখানে হাইলাইট করা হচ্ছে এই নেশার বিষয়ে আলাপ তাতে "নেশা করার জন্য শুধুই যে স্নায়ু উদ্দীপ বস্তু বা অবজেক্ট প্রয়োজন তা নয় কিন্তু বরং অনেক সময় এবং সিংহভাগ সময়ই অবচেতন নেশার উদ্দীপক হিসেবে কোন সাবজেক্ট ক্রিয়াশীল হতে পারে"। বিষয়টা একটু উদাহরণ দিয়ে বোঝালে স্পষ্টভাবে হয়তো বুঝতে সহজ হবে - বই পড়তে পড়তে বই পড়ার নেশা কিংবা বই পড়ার মাঝে কোন ক্যারেক্টারের প্রতি এতোই আসক্তি যেন তাতে অবসেসিভ হয়ে পড়া ইত্যাদি।
সুতরাং নেশা'কে অবশ্যই খারাপ এটা বলা যাবে না - ততোক্ষণ অবধি যতোক্ষণ না পর্যন্ত সেটা আপনার ন্যাচারাল লাইফে নেগেটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট করছে; "নেশা অর্থ স্নায়ুবিক উদ্দীপনা" এটাই হয়তো সবচেয়ে সঠিক ডেফিনেশান হতে পারে।
অন্যদিকে এটাও সত্য যে প্রচলিত নেশার যেসব দ্রব্য ব্যবহৃত হয় স্নায়ুকে উদ্দীপনা যোগাতে উহার শারীরিক ক্ষতিকর বিভিন্ন দিক বিদ্যমান এমনকি উহা মানসিক স্থিতি নষ্ট করে বৈকি!
নেশার ফিলিংস কেমন হয়?
উপরেই বলা হয়েছে হয়েছে নেশার অনুভূতি সাধারণত ব্যক্তির মনস্তাত্ত্বিক বিষয়ের ওপর নির্ভরশীল একরূপ স্নায়ুবিক উদ্দীপনা তাতে ফিলিংস বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের হতে পারে [কি দিয়ে নেশা করা হচ্ছে সেটার সাইকোডেলিক ইফেক্ট] এবং নেশার সময় ব্যক্তি কোন ভাবনাতে আবিষ্ট হয়ে থাকতে প্রেফার করেন।
তদুপরি যেকোন নেশায় সাধারণত মস্তিষ্কে হরমোন নিঃসরণে এক সুখানুভূতির উদয় ঘটে - এক্ষেত্রে Dopamine হরমোনের তুলনামূলক অধিক নিঃসৃত হওয়ার বিষয়টি হাইলাইট করা যায় যা মস্তিষ্কে আনন্দ অনুভবে অর্জন বা প্রাপ্তির আবেশের উদ্ভব ঘটায়। অন্যদিকে সেরোটোনিন হরমোন মস্তিষ্কে হতাশা ও গ্লানি কিংবা ডিপ্রেসিভ হওয়ার মাত্রা পরিবর্তন এবং গাবা (GABA) হরমোন মস্তিষ্ক'কে চিন্তা ও চেতনার দিক হতে প্রশান্ত ও স্থির রাখতে নিয়ামক ভূমিকা পালন করে।
এই যে হরমোন নিঃসরণে মস্তিষ্কে নেশা তথা স্নায়ুবিক উদ্দীপনার আবেশ সেটা আমাদের আপন ব্রেইনে এক সাইকোডেলিক উত্তেজনায় Jerking এর উদ্ভব ঘটায়...
আসুন BrainJerk Psychological Stimulative Simulation এর মাধ্যমে বিষয়টা রিয়েলাইজ করার চেষ্টা করি....
BrainJerk Psychological Stimulative Simulation
Direct Access:- BrainJerk Psychological Stimulative Simulation WebPage
এনলাইসিস
এখানে আপনি Brain এনিমেশন'টি ক্লিক করলে দেখতে পাবেন সেটা সাইকোডেলিক উদ্দীপনার মতো বারবার Jerking করছে - ঠিক এমনই নেশা করলে আমাদের মস্তিষ্কে ভাবনা বা চিন্তার কোন একটি বিষয় এমন জার্ক করে; এছাড়াও BrainJerking চলমান অবস্থায় এখানে নিয়ত রং পরিবর্তনের একটি বিষয় উপলব্ধি করবেন যা মূলত মস্তিষ্কে এক অদ্ভূত অনুভূতি [যেমন ইলিউশান / হ্যালুসিনেশান ইত্যাদি] এর মতো ঘটনার উদ্ভব ঘটায়!
কনক্লুশন
নেশা বা আসক্তি এর নেগেটিভ দিকগুলো অবশ্যই পরিত্যাজ্য তবে শুধু এবং শুধুমাত্র নেশার যে স্নায়ুবিক উদ্দীপনা'টুকু [উহা নেশার দ্রব্য গ্রহন না করেও গেইন করা যায়] সেটাকে যদি সফলতা লাভের তরে ব্যবহার করতে পারেন - তবে জীবনটা সুখে পরিপূর্ণভাবে স্যাটিসফেকশান পেতে পারেন।
শুভকামনা রইলো।