অসুস্থ মনের রঙ্গিলা ক্যানভাস!
আসুন আলোচনার আগে Mind Lighting Psychological Stimulative Simulation এর দিকে একটু দৃষ্টিপাত করি...
Mind Lighting Psychological Stimulative Simulation
Direct Access:- Mind Lighting Psychological Stimulative Simulation WebPage
সাইকোলজিক্যাল এনালাইসিস
উপরোক্ত Mind Lighting Psychological Stimulative Simulation এর স্ক্রিনের দিকে একটু আলোকপাত করলে আমারা দেখতে পাই বিক্ষিপ্ত আলোক রঙ্গগুলোর যেন বিচ্যুতি হচ্ছে - তাতে না তো কালার গ্রেডিং সমানুপাতিক আর মুভমেন্ট বিষয়টিও বেশ অনিয়ত অসামঞ্জস্যতায় ব্যাতিচারে পূর্ণ - অনেকটা যাচ্ছেতাই ধরনের আরকি!
হ্যা, আমাদের অনেকের মনে [এটা বললেও হয়তো ভুল হয় না যে কমবেশী অনেকের মনেই...] এমন আবেগ ও অনুভূতির বিক্ষিপ্ততা বিরাজমান!
তাতে ঐ অসমানুপাতে রং এর মতোই যুক্তিহীন আবেগ ও অনুভূতির ক্রমবিকাশ - কখনো এই রাগ তো এই আনন্দ [মুড সুয়িং] কিংবা সবসময় রেগে থাকা বা উত্তেজিত মনোভব [এগ্রেসিভ মেন্টালিটি] অথবা সর্বদাই মনমরা ভাব [মুড অফ] বা অসহ্য অব্যক্ত অনুভূতিতে নিজের মাঝেই নিজেকে গুটিয়ে রাখার মতো ইন্ট্রোভার্সি মেন্টালিটি, যুক্তি এবং আবেগের পারস্পরিক বিরূপতায় নানারূপ অসংগতি ইত্যাদি আর কতো রকমের মানসিক বিক্ষিপ্ততার বিচিত্রিতা আরকি...
আপনার মনের অসুস্থ দিকগুলো হয়তো এই Mind Lighting Psychological Stimulative Simulation এর ক্যানভাসে সাইকোডেলিক'ভাবে অপ্টিক্যালি ভিজ্যুয়ালাইজ করতে পারবেন - এতে সমস্যা যখন আপনার সামনে কোনরূপ স্বকীয়তায় আত্মপ্রকাশ ঘটাবে তখন নিশ্চিতভাবে উহার সলিউশনে হয়তো আপনার মনে এক তাড়নার সঞ্চার করবে - এভাবেই হয়তো অসুস্থ মনের অসুস্থতা হতে সুস্থতায় সুখ ও সফলতা লাভের তাড়নায় আপনি একরূপ পজেটিভলি ইনফ্লুয়েঞ্জ হবেন!
গ্যাসলাইটিং সবসময়ই যে গ্যাসে লাইটিং করিয়ে আগুন জ্বালিয়ে ধ্বংষ করে তা নয় - মাঝে মাঝে সেই আগুনের আলোতে নিজের স্বরূপতা ফুটিয়ে তুলতে পারে.....
আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।