সুরের ঝংকারে মনস্তাত্ত্বিক উদ্দীপনা!
সুরের প্রতি মস্তিষ্কের বিভিন্ন মনস্তাত্ত্বিক ইফেক্ট রয়েছে - যে বিষয়ে ইতিপূর্বে চলুন Music Mind এর মাধ্যমে Brain ডেভেলপমেন্ট করি এবং Binaural Beats এর মাধ্যমে মন নিয়ন্ত্রণ করুন বিষয়ে আলোচনা করা হয়েছে - এই আর্টিকেলে আমরা সুরের প্রতি মস্তিষ্কের সংবেদনশীলতায় আরও খানিক আলোচনা করতে পারি...
Tong
যেকোন শব্দ তথা সাউন্ড একটি কম্পন তৈরী করে যা তরঙ্গ আকারে বাতাসের অনুর স্পন্দনে আমাদের কান অবধি পৌছায়; তবে আমরা কি কখনো সেই শব্দে ঐ কম্পন অনুভব করেছি?
আসুন Tong Psychological Stimulative Simulation হতে বিষয়টা একটু উপলব্ধি করার চেষ্টা করি...
Tong Psychological Stimulative Simulation
Direct Access:- Tong Psychological Stimulative Simulation WebPage
Infra Sound
অন্যদিকে এমন সুরের ঝংকার যা হয়তো আপনি কানে শুনতে পাবেন না - ইনফ্রাসাউন্ড তা আপনার মনে প্রভাব বিস্তার করতে পারে; ইনফ্রা সাউন্ড ইফেক্ট হতে পারে ভয়, উদ্বেগ, অস্বস্তি কিংবা অলীক দর্শন [ব্যক্তির মানসিকতার ওপর নির্ভর করবে]
Infra Sound Psychological Stimulative Simulation
Direct Access:- Infra Sound Psychological Stimulative Simulation WebPage
অন্যদিকে এমন সুরের ঝংকার যা হয়তো আপনি কানে শুনতে পাবেন না - ইনফ্রাসাউন্ড তা আপনার মনে প্রভাব বিস্তার করতে পারে; ইনফ্রা সাউন্ড ইফেক্ট হতে পারে ভয়, উদ্বেগ, অস্বস্তি কিংবা অলীক দর্শন [ব্যক্তির মানসিকতার ওপর নির্ভর করবে]
সুরের প্রতি মনস্তাত্ত্বিক ইফেক্ট একটি সহজাত বায়োলজিক্যাল বিষয় - তা হতে যদি আপনার জীবনে দারূণ কিছু হয় তবে সেই শুভকামনা রইলো - সুন্দর হউক আপনার জীবন।