When turned on automatically changes
the theme color on reload.
When turned on automatically changes
the theme color every 5 sec.
আপনাকে হলিউড মুভির মতো স্পাইডার ম্যান হওয়ার গল্প বলছি না বরং আক্ষরিকভাবেই একটি Spider তথা মাকড়সা প্রতিটি পদক্ষেপ নজরে এনে আপনার মানসিকতার বিকাশে ততোই সুচারু এবং লজিক্যাল সেন্স সমৃদ্ধ রিয়েল লাইফ Spider Man হওয়ার প্রত্যায় নিয়েই এই আলোচনা....
Direct Access:- Spider Psychological Stimulative Simulation WebPage
আপনি Spider Psychological Stimulative Simulation এর দিকে একটু গভীরভাবে পর্যবেক্ষন করুন - যদিওবা আপনার মনে হতে পারে এই মাকড়সা'টির গতিবিধি বেশ বিক্ষিপ্ত এবং প্রেডিক্ট করা যায় না - তথাপি আপনিও আপনার জীবনে সফলতার প্রেক্ষাপটে প্রকৃতিতে ঐ মাকড়সার মতোই এমন উড়ে এসে জুড়ে বসার মতোই একটি প্রাণী মাত্র!
সেই মাকড়সার জালের মতো প্রকৃতিতে আপনার প্রতিটি পদক্ষেপ কেমন হবে সেটা হয়তো অনিশ্চিত [আপনার লাইফের পরিস্থিতি ও পরিবেশ তথাপি প্রেক্ষাপট বিবেচনায়] তবুও আপনি ঐ মাকড়সার মতো সবর্দাই Balance বজায় রাখতে হবে - কখন জালের কোনটাতে পা দিচ্ছেন তাতে আপনার লজিক্যাল সেন্স এবং ব্যালেন্স এর সমন্বয় থাকতে হবে। ঐ মাকড়সাটি যেমন করনোই একইসাথে দুই পা দুটি দিকে এগিয়ে যাবার চেষ্টা করেনি ঠিক তেমনি আপনাকেও মানসিক বিক্ষিপ্ততা ও দ্বিচারিতা পরিহার করে কখন কোন আর কেমন পরিস্থিতির চাহিদা হয় সেভাবে এগিয়ে যেতে হবে...
এমনকি আপন জাল তথা প্রকৃতিতে কখনোই এমনভাবে এগিয়ে যাবার চেষ্টা করা যাবে না তাতে সেই তাতে ফেঁসে গিয়ে আটকে পড়েন; এই জালের লুপে আটকা পড়ে কখনো একই পথে বারবার গোলকধাঁধাতে আটকে পড়া চলবে না - আপনাকে সঠিক সেন্স নিয়ে তবেই এগিয়ে যেতে হবে!
একটি কাল্পনিক স্পাইডারম্যান হয়তো অনেক উচু বিল্ডিং এ আপন অলৌকিক ক্ষমতায় উঠতে সক্ষম তথাপি আপনার আশে পাশের বাস করা জীবন্ত একটি স্পাইডার বা মাকড়সা এরচেয়েও অধিক যৌক্তিক বা বাস্তব জীবনের শিক্ষা দিতে সক্ষম যা আপনাকে কেবলি রূপক নয় বরং আক্ষরিকভাবে সফল রিয়েল লাইফ Spider Man এর মতো হিরো বানাতে সক্ষম!
নিরন্তর শুভকামনা রইলো