জীবনে Risk নিয়ে জেতার জন্য WinKing অনুসরণ করুন
WinKing
সফলতার অনেক উপায় থাকলেও সূত্রগুলো কিন্ত সাদৃশ্যকরণে অভিন্ন স্বরূপ; কেবলমাত্র একবার রাস্তা পার হতে গেলেও আপনাকে দুইবার ঝুঁকি (Rsik) নিতে হয় - একবার রাস্তার এপারে দেখেন চলমান যানবাহন এবং রাস্তার ঠিক মাঝখানে পৌছেও অপর পাশের যানবাহনে ফাঁকা স্পেস দেখে পারাপার হতে হই; তবুও এই রাস্তা পার হওয়াটাতে প্রাণের ঝুঁকি থাকলেও দেখা যায় প্রায় শগভাগ (আপাত) ক্ষেত্রে প্রতিদিন আমরা অসংখ্যবার রাস্তা পারাপারে সফল হতে সক্ষম হচ্ছি....
এখানে মূল (Root) বিবেচ্য (১) অভ্যস্থ হয়ে যাওয়া [রাস্তা পারাপার বিষয়টি একদমই সহজাত কর্ম বিবেচনায় তাতে অভ্যাস হতে হতে তা সহজ হয়ে যাওয়া] (২) কনফিডেন্ট [প্রতিদিন নিয়ত রাস্তা পারাপারে সক্ষমতায় আপনার মাঝে আত্মবিশ্বাস জন্ম নেয়] (৩) কনফিউশান/হেজিটেশান মুক্তি [রাস্তা পারাপারের সক্ষমতায় আপনার কনফিডেন্সে আপনাকে কনফিউশন বা হেজিটেশান ফ্রি করে তুলে] (৪) সহজাত ও স্বাভাবিক [রাস্তা পারাপারে হেজিটেশান ফ্রি কনফিডেন্ট মাইন্ড আপনাকে এই রাস্তা পারাপার বিষয়টিতে একদমই এতোটা স্বাভাবিক করে তুলে যাতে তা সহজাত বলেই পরিগনিত হয়] (৫) ফোকাস [রাস্তা পারাপারের ঝুঁকিতে আপনার সর্বোচ্চ ফোকাস ও কনসানট্রেশান গেইন হয়]!
উপরোক্ত ৫ টি রুলসের সমন্বয়ে যে সূত্রের স্বরূপ সেটিই আপনাকে যেকোন পরিস্থিতিতে জয়ী হতে সহায়তা করতে পারে....
☯ Risk খুবই স্বাভাবিক বিষয় হিসেবে গ্রহন করুন; এটলিস্ট আপনাকে যদি Risk নিতেই হয় তবে "আপনি ঝুঁকির মাঝে আছেন" এই কথাটি আপনাকে নিয়ত প্রশ্নবোধক সংশয়ী উদ্বিগ্নতা এবং দুঃশ্চিন্তাগ্রস্থ রাখবে - তাতে কনফিউশান ও হেজিটেশানে আপনার কনফিডেন্স হ্রাস পাবে এবং আপনার ইফিসিয়েন্সি কমে যাবে!
☯ Risk নেওয়াতে রোমাঞ্চ থাকে - তবে এই রোমাঞ্চের বিপরীতে যে মস্তিষ্কের আলোরিত হরমোনের ক্ষরণ [সাবকনশিয়াস স্টেট] তাতে সেটা আপনার কনশিয়াস মাইন্ডে যেন সিদ্ধান্ত গ্রহনে ভুলের অবকাশ না ঘটায় এমনই ধীর স্থির তথা স্থিতিশীল মানসিকতার হতে হবে!
☯ Risk নেওয়ার আগে শতবার ভাবুন - এই শতবার ভাবনা এমন নয় যেন আপনাকে রিস্ক নিবেন কি না তাতে হ্যা/না এর দোলাচালে না রেখে বরং রিস্ক কেন নিচ্ছেন? কতোটুকু পজেটিভ ও নেগেটিভ ফলাফলের গাণিতিক সম্ভাবনা আছে? কি এবং কেমন রেফারেন্স? কি পরিকল্পনা গ্রহন করেছেন? যদি নেগেটিভ ফলাফল লাভ হয় তবে সেটার পরিপ্রেক্ষিতে করনীয় স্টেপ ইত্যাদি নিয়ে ভাবুন।
☯ Risk এ জিতলে যেমন আহামরি খুশী হওয়ার পুলক থাকে তেমনি Risk এ হারলেও ডিপ্রেস হওয়াটা স্বভাবিক - উভয়ক্ষেত্রেই সেটা যেন মাত্রা অতিক্রম না করে সে বিষয়ে সচেতন থাকা আবশ্যক!
☯ Risk নিতে ভাগ্য এর ভরসা করা চলবে না - যুক্তি ও সঠিক জ্ঞানের সম্মিলনে পরিকল্পনা ব্যতীত ভাগ্য বিষয়টি কেবলি কাকতালীয় ছাড়া কিছুই নয়!
☯ Risk নেওয়া যদি জুয়ার মতো হয় তবে কেবলমাত্র "জয়" বিষয়টিকে নেশাতে পরিণত করা যেতে পারে - জুয়া'তে আসক্ত হওয়া নয়!
☯ যে System এর ওপর Risk নিচ্ছেন সেটা আগে যাচাই ও স্ট্যাডি করুন!
☯ আপনি যাতে Risk নিচ্ছেন সেই সিস্টেম ম্যানিউপুলেটেড কিনা সেটা যাচাই করুন!
☯ যদি System টাই ম্যানিউপুলেট হয় তবে কোন পর্যায়ে তারা কতোটুকু অবধি ম্যানিউপুলেশনে আপনাকে কনভিন্স করতে বেনিফিশিয়ারী করছে সেটা যাচাই করতে পারলে ততোটুকুই [অথবা তার আগ পর্যন্ত] Risk নিতে পারেন।
☯ Risk নিতে আত্মবিশ্বাস সিস্টেমে "বিশ্বাস" ব্যতীত "যুক্তি" প্রাধান্য দিন।
☯ কখনো Risk নিয়ে যদি x লস হয় তবে পরবর্তীতে x1 [যেন x<x1] রিস্ক নিন [এই পরবর্তী টার্মটিতে আপনার পরিকল্পনায় কতোটা উন্নত যাতে সফলতা লাভ করতে পারবেন সেটাতে] যেন x পরিমান লস কাভার হয়ে বাড়তি উদ্ধৃত অংশখানির বেনিফিট গেইন করতে পারেন [এটি কেবলমাত্র টাকা বা অর্থের ক্ষেত্রে নয় বরং যেকোন সাবজেক্ট এর ক্ষেত্রেও প্রযোজ্য]।
☯ Risk নিন লাভ করতে - লোভের বশীভূত হয়ে নয়!
☯ ততোক্ষণ পর্যন্ত Risk নিন যতোক্ষণ না অবধি জয়ী (লাভ) করতে পারছেন - এখন এই জয়ী হতে আপনি কতোক্ষণব্যাপী টিকে থাকতে পারবেন যাতে নীট ফলাফল লাভ হবে সেটা ডিপেন্ড করবে আপাতভাবে নূন্যতম কতোটুকু Risk নিতে ক্যাপাবল সেটা সেল্ফ রিয়েলাইজ ও ইউটিলাইজ করা!
সবিশেষ সত্যিই আপনি Risk নিতে এমনভাবে Win হউন যেন সত্যিকারের King হতে পারেন!
আপনার সুন্দর জীবনের তরে নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো।