When turned on automatically changes
the theme color on reload.
When turned on automatically changes
the theme color every 5 sec.
জীবন কোন যুদ্ধ নয় বরং জীবন হলো উপভোগের একটি সময়গত মানসিক পরিব্যাপ্তী মাত্র - তবুও বিবর্তনের প্রতিযোগিতায় টিকে থেকে ইকোসিস্টেমের কঠিন এবং কঠোর শৃঙ্খলের বন্ধনে আবদ্ধ প্রাকৃতিক নিয়মের মতোই জটিল সাইকোলজিক্যাল বিষয়গুলোতে ঠাসা আমাদের এই জীবনকে যুদ্ধ বললে হয়তো খুব একটা ভুল হয়না...
এই জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য আপনার সুস্থ ও সাবলীল এবং অটুট মানসিক অবস্থা গুরুত্বপূর্ণ; আসুন আলোচনার আগে Winner Psychological Stimulative Simulation এ চোখ বুলিয়ে আসি..
Direct Access:- Winner Psychological Stimulative Simulation WebPage
এটাকে সহজ একটি গেইম মনে হতে কিন্তু গভীরভাবে এনালাইসিস করলে আপনি দেখতে পাবেন আপনার জীবনটাও শুরু করতে হয় এমন Bank একটি স্ক্রিনে যেখানে সফলতাকে Zoom In এর মতোই টেনে আনার প্রয়াস নিতে হবে - এই যুদ্ধে ফিজিক্যাল সাইকোলজিক্যাল নানা দিক হতে বিরূপতার তীর আপনার অভিমুখে আসবে - আপনাকে সেইসব তীর বিদ্ধ করবে - আপনি সেই তীরের আঘাতে বিধ্বস্ত হবেন এবং কেঁপে কেঁপে উঠবেন তবুও আপনাকে হাল ছেড়ে দিয়ে হেরে গেলে চলবে না....
এই তীরগুলো হতে পারে আপনার জীবনের অতীত স্মৃতি গাঁথার দুঃখ - কষ্ট বা যাতনা, আপনার প্রতি অন্যের হিংসা বা বিদ্বেষ, ফিজিক্যাল আঘাত বা ভয়, অনিশ্চয়তায় দুঃশ্চিতা আর দূর্ভাবনা ইত্যাদি যতোসব নেগেটিভ ইনআরশিয়া!
আপনাকে সেইসব তীরের গতিমুখ বুঝতে হবে [সমস্যার প্রকৃতি] এরপর আপনার মুভমেন্টে সেইসব প্রতিহত করতে হবে - হ্যা, তবুও সেইসব তীর হয়তো ক্ষণে ক্ষণে আপনাকে আহত করতেই থাকবে তবে আপনার আপন এই যুদ্ধে ব্যহত হয়ে থেমে যাওয়া চলবে না; আপনাকে নতুন উদ্যম নিয়ে আত্মবিশ্বাসের সহিত সামনের অনাগত প্রতিকূলত প্রতিহত করে জয়ী হওয়ার চেষ্টা করতে হবে [Winner Psychological Stimulative Simulation এ ইন্টারএ্যাক্ট করে]।
ফলাফল আপনি যতোটুকু পজেটিভ ইনআরশিয়াতে উদ্ধুদ্ধ হবেন আপনার রিয়েল লাইফে ততোটাই সফলতা ও সুখের তরে স্যাটিসফেকশান গেইন করতে পারবেন।
এভাবে ধীরে ধীরে এই Winner Psychological Stimulative Simulation এর মতোই [Winner Psychological Stimulative Simulation এ ইন্টাএ্যাক্ট না করলে দেখতে পাবেন] আপনি একটি সময় ঐ সব পরিস্থিতি আর প্রেক্ষাপট মোকাবিলাতে ক্যাপ্যাবল হয়ে যাবেন যখন অটোম্যাটিক্যালি আপনার ভেতর এই সক্ষমতার বহিঃপ্রকাশ ঘটবে তখন যেমনি প্রতিকূল পরিবেশ বা পরিস্থিতি হউক না কেন ঠিকই সেগুলো মোকাবিলা করতে আপনি ম্যাচিউরড হয়ে Win গেইন করতে পারবেন।
[Winner Psychological Stimulative Simulation এ ইন্টারএ্যাক্ট করাতে বোঝানো হয়েছে জীবন যুদ্ধে অবতীর্ণ হয়ে সেই যুদ্ধে জয়ী হওয়ার তাড়না এবং Winner Psychological Stimulative Simulation এ ইন্টারএ্যাক্ট না করার বিষয়টি বোঝানো হয়েছে জীবন যুদ্ধে অবতীর্ণ হয়ে ঐসকল প্রতিকূলতাকে প্রতিহত করে সম্মুখে এগিয়ে যেতে অভ্যস্ত ও ধাতস্থ হওয়ার প্রক্রিয়া]
জীবন যুদ্ধে লাভ ক্ষতির হিসাব নয় বরং টিকে থেকে আপনার স্বমহিমা জানান দিয়ে যুদ্ধের মাঠেই বিজয়ীর বেশে নিজের পরিচয় ও পরিচিত স্থাপন করা - আপনার ইফোর্ট ও সাহসের ওপর নির্ভর করছে সফলতা আর ঐ সফলতার শেষটাতে এক সুন্দর অনুভূতিতে স্যাটিসফেকশান; আর সমস্যা? সেটা জীবনেরই এক অংশ মাত্র!
শুভকামনা রইলো