ডার্ক সাইকোলজির মৃত্যু গহ্বর DeathHole হতে ঘুরে আসুন!
ডিসক্লেইমার
লেখার শুরুতেই সতর্কতা ও সচেতনতার তরে জেনে নিন:
এটি ডার্ক সাইকোলজির ব্যবহারে তৈরী প্রজেক্ট তাই এটাতে মানসিকভাবে অযাচিত আচ্ছন্নতায় যেকোন ক্ষতিকর দিক হতে অনুগ্রহ করে সচেতন থাকবেন; যদি মনে হয় এটি আপনাকে মানসিকভাবে প্রচ্ছন্ন করছে তবে দয়া করে শুরুর পর হতেই এটা স্ট্রংলি এভোয়েড করুন...
এখন দেখা যায় যে সতর্কবানী আরও বেশী আকর্ষন তৈরী করে - তাই উৎকর্ষপূর্ণ স্থিতিশীল মানসিকতা কাম্য যেখানে সাইকোলজিক্যাল ম্যাচিউরিটি আবশ্যক।
ডার্ক সাইকোলজির মৃত্যু গহ্বর DeathHole
আমরা ব্লু-হোয়েল এর নাম শুনেছি এবং যতোটা সত্য জানি তার অধিক গুজব মাথাতে ভর করিয়ে ভরে ফেলি [যদিও ব্লু-হোয়েল বিষয়টা আদতে তেমন ছিলো না] তবে এমনই একটি সাইকোজেনিক প্রজেক্ট তৈরীর প্রয়াস যা আদতেই একটি Loop তৈরী করবে যা কিনা যে কাউকে স্বেচ্ছায় মৃত্যুর দিকে ধাবিত করবে মানসিক ম্যানিউপুলেশনের মাধ্যমে [ডার্ক সাইকোলজির ইউটিলাইজেশান]।
DeathHole প্রজেক্ট বিশেষণ
এমন ডার্ক সাইকোলজিক্যাল প্রজেক্টের উদ্দেশ্য হেতু যদিও সারমর্মে প্রকাশ করেছি তথাপি এটার পেছনের কিছু সাইকোলজিক্যাল কন্ডিশনস স্পষ্ট করা উচিত।
(১) ডার্ক সাইকোলজি ব্যবহারিক পরিচিতির সহিত পরিচয়।
(২) পরিচিতির পরিচয় পূর্বক তা হতে আত্ম-সচেতনতা [অযথা পয়েন্ট মনে হতে পারে তবে সিংহভাগ আত্ম-হননে আত্মহত্যায় প্ররোচিত মানুষটি তার কাছের মানুষ দ্বারাই নানান পরিস্থিতি স্বাপেক্ষ এমন মিষ্টি মধুর বিরূপতায় একরূপ প্ররোচনায় প্রলুব্ধ করে বৈকি; তাই স্বাধীনভাবে জীবনের শেষ সিদ্ধান্ত নিতে দায়িত্ব অবশ্যই ব্যক্তির তবে যেকোন কন্ডিশনে দায়টা কেবল একান্তই ব্যক্তির নয়] তৈরীতে সেল্ফ মেন্টালিটির স্ট্রেন্থ বৃদ্ধি করাব- যাতে সহজেই অবচেতন মন প্রলুব্ধ হওয়ার ক্ষেত্রে এটি এলার্মিং হয়]
বিশেষ দ্রষ্টব্য
এই প্রজেক্টটি ইচ্ছাকৃতভাবেই নানান স্থানে খুঁত রেখেছি যাতে পরিপূর্ণভাবে সেটি ইফেক্টিভ না হয়; উদাহরণস্বরূপ কালার গ্রেডিং এর Red আমাদের মানসিকভাবে সতর্ক করে [আত্মহননে ঐরূপ উদ্বুদ্ধ বা প্ররোচিত মানসিক সিচুয়েশানে Dark Colour এর Deep এবং Light ভাইব তথা সাদা ও কালো এবং ধূসর রং ইফেক্টিভ হয়। একটি Colour যে মানসিকভাবে কতোটা প্রভাব ফেলতে পারে Human Brain তথা মানসিকতায় উহার উদাহরণ হলো বেগুনী (violet) রং - যা শুনতে অবিশ্বাস্য মনে হলেও বেগুনী রং বাস্তব কোন অস্তিত্বই কিন্তু নেই কেবলমাত্র একরূপ অপটিক্যাল ইলিউসিভ অবস্থা মাত্র! এছাড়াও সাইকেডেলিক ইফেক্ট আনতে পারে এমন এনিমেশন ইউজ না করে কনসানট্রেশান ল্যাকিংস করাতে Rainbow রং আবকাশ এবং সাবকনশিয়াস মাইন্ডের বিক্ষিপ্ততার বিপরীত Green Colour ব্যবহার করা হয়েছে যা প্রজেক্ট কনটেক্সটের মোটিভের একদমই বিপরীত বৈকি!
DeathHole Project Link:- https://humayunshariarhimu.github.io/DeathHole
শুভকামনা রইলো