কেউ আপনাকে বারবার কল করে বিরক্ত করছে? আসুন সমাধান জেনে নিই
কেউ আপনাকে বারবার কল করে বিরক্ত করছে? আসুন সমাধান জেনে নিই! কেউ কেন কল করে বিরক্ত করছে? সবার আগে আপনাকে খুঁজে বের করতে হবে কেন আপনাকে কল করে বিরক্ত করা হচ্ছে; যিনি বারবার কল করে বিরক্ত করছেন তার বক্তব্যের মূল মোটিভ কি? তথাপি এই সহজ সাইকোলজি যদি আয়ত্ত্ব করতে পারেন যে "কেউ আপনাকে বিরক্ত করছে না বরং আপনি বিরক্ত হচ্ছেন" যদি আপনি শান্ত ও সুস্থির থেকে মানসিকভাবে ট্রিগার্ড না হউন তবে তার বিরক্ত করার প্রয়াস ব্যর্থ হবে এবং আপাত একরূপ সমাধানও হয়ে যায় বটে - অন্যদিকে আপনার শান্ত ও সুস্থির মানসিকতা বিরক্ত করার মূল কারণটি অনুসন্ধানে সহায়ক হবে। কে বিরক্ত করছে? সাইকোলজিক্যাল অনুসন্ধান যখন আপনি শান্ত ও সুস্থির থেকে বিরক্ত করার কারন অনুসন্ধান করতে পারবেন তখন অনেকটাই আপাতভাবে কে বা কারা বিরক্ত করছে সেটার একটা অনুমান করতে পারবেন এবং সেই সকল ব্যক্তিবর্গ হতে তথ্য ও উপাত্ত যাচাই করে মূল কালপ্রিট'কে আইডিয়েন্টিফাই করতে পারবেন। টেকনোলজিক্যাল অনুসন্ধান সাধারনভাবে আপনি TrueCaller এপ্লিকেশন হতে উক্ত নাম্বার'টি সার্চ করে জানতে পারেন; তবে নতুন ক্রয়কৃত সীমকার্ড কিংবা আইপি নাম্বার হতে ইন্টারনেট ...